মোদের ঘরে জন্ম নেয়
রোদন করে অনঘ শিশু।
সকলের মুখে হাসি পায়
সে যে আগামীর আয়ু।
সবুজ-সজীব-সতেজ বৃক্ষ
আহা কী তার মাধুর্য!
মানব শিশুর রুপে যেন
তাহার চেয়ে সৌন্দর্য।
আদিতে তার স্বর্গীয় বাস
ধরনীর বুকে করিতে নিবাস।
কিছুই নহে তার জানা!
যা শিখাবে তাই শিখিবে
এর বাইরে সকলই অজানা।
পাপ-তাপ অশ্রু বারি
সকলই তার নিকট অর্থহীন।
পাপি যদি তারে কলুষিত করে
সেই হয় বিধ্বংস নগরী।
অশ্রাব্য অশোভন নিন্দিত বাণী
তার শোভন মতিষ্ক করে হানি।
আঘাত করে পুণ্য দেহখানি
দিওনা তারে নরকের দুয়ারে ঠেলি।
শিশুর করা শত ভুলগুলি
মাফ করে দাও অমনি।
হৃদয়ে আছে যত ভালোবাসা
দাও সব তারে উজাড়ি।
মুক্ত বায়ু বেশে বয়ে যাক
হোক সে স্ব-পথের পথিক
মানুষ চলিবে আপনার তরে
করিবে না কারো গোলামী ।।