তোমাকে নিয়ে দেখেছি যত স্বপ্ন,তার সবই আজ ব্যর্থ
দুঃখের গ্লানি বুকে জড়ায়ে আমি আজ নিশাচর, দিবালোকে অন্ধ
রাতের ঐ তারাগুলো হাঁক ছাড়ে ভালোবাসি নি অল্প
কত রজনী পার হয়েছে,কত কথা আর কত গল্প
থাকব আজীবন তুমি-আমি হাতে হাত রেখে
বিরহ-বিচ্ছেদ-মিলনে প্রেম যাবে বেড়ে
জীবনটা সুখের নয়, সুখ পাব তোমাকে পেলে
বড় সব অনুভূতি ছিল এই ক্ষুদ্র মনে
আজ অনুভূতি সব অনুভব করে
ক্ষুদ্র মনটা আমার বড় হয়ে উঠে
কত কাটিয়েছি সময় নীরবে নিভৃতে
পড়ে কি তোমার মনে?
কত ভেবেছো আমায় কত পুরুষের মাঝে
ওগো পরবধূ! আজ সে পুরুষ কি তোমায় আমায় ভোলাতে পারে?
তুমি কি সুখে আছো স্বামী সংসার নিয়ে?
নাকি আমাদের সংসার অনুভব তোমায় রেখেছে বিভীষিকাময় অগ্নিতে
আজ তুমি পর বধূ ভেবো না সে অতীত কভু
ভুলে যাও আমি ছিলাম, আছি এবং থাকব
তারাগুলো সবাই ছুতে চায়,পারে না কখনো
ভেবে নিও আমি ঐ তারাগুলোই অস্তিত্ব।।