আপনারা বিশ্বাস করুন!
সূক্ষ স্ববিরোধী কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের—
মেরুদণ্ডহীন শিক্ষক আমি হতে চাই না।
কিংবা গাদাগাদা তথ্য-উপাত্ত মুখস্থ করে—
বড় আমলা হয়ে নিজেকে করতে চাই না অভিশপ্ত!
ন্যায়ের কলম বন্ধকী রাখা কোন কোর্টের—
প্রধান বিচারপতিও হতে চাই না আমি।
আমাকে বিশ্বাস করুন— আমি কথিত রাজনীতিবিদ নই!
দলীয় লেজুড়বৃত্তি'তে মনুষ্যত্ব হারিয়ে ফেলা—
ঘৃণকীট থেকে আমি স্বতন্ত্র।
তাই আজও জনতার মঞ্চে উপবিষ্ট হয়ে—
বলতে পারি, 'জনতার হোক জয়'।
যে ধর্মশালায় প্রতারণার প্রভু,
যুগে যুগে অগণিত আছে আর;
জানি সেখানে নেই কোন ইশ্বর—অবতার।
আজ তাই আমার হৃদয় ঊর্ধ্বমুখী;
সমস্ত পারিপার্শ্বিক বাঁধা উপেক্ষা করে—
আমি স্বচক্ষে দেখছি, সত্য!
আপনারা আমাকে বিশ্বাস করুন- আমি সত্য!
যে সত্য- অসীম আকাশ থেকে নেমে এসে—
ফসলের গাঁ ভিজিয়ে তাঁকে করে তোলে সজীব।
যে সত্য—জনজীবনকে হাঁসিয়ে যায়, কাঁদিয়ে যায়,
আবার হাঁসিয়ে যায়— আমি সেই সত্য।
আমি সে-ই পেশাজীবি হতে চাই না!
যে বৃত্তি'কে করেছে অপরাধের ভিত্তি।
আমি আজন্ম 'সত্যের ছাত্র' হয়ে থাকতে চাই;
যে সত্য মিছিলের, যে সত্য সংগ্রামের,
যে সত্য বলিদানের, যে সত্য বিসর্জনের,
যে সত্য বেদনার, যে সত্য সৌন্দর্যের,
যে সত্য বিপ্লবের, যে সত্য 'সত্যের'—
আমি সে-ই সত্যের ছাত্র হয়েই,
নিজ অস্তিত্ব'কে সংজ্ঞায়িত করতে চাই।।