আমার মাঝে প্রথম যেদিন জাগিনু আমি
স্বপ্নগুলো বলেছিল তাড়াতাড়ি।
আমি বলেছিলাম কিসের দেরি
মম মহা স্বপ্নের মহা তরী।
স্বপ্নগুলোর প্রত্যুত্তর, সময় যে যায়
অট্ট হেসে মম সময় বলে কিছু নাই!
জন্ম নিতে হয় বলে আমার আছে আদি
শুনে নাও স্বপ্ন আমিই মহাকালের যাত্রী।
তারাগুলো খসে পড়বে ধরনী হবে স্তব্ধ
জেনে রাখো স্বপ্ন আমি থাকবো অনন্ত!
গোলাপের পাপড়িগুলো ঝরে পড়ে-
গন্ধ সব মিলিয়ে যায়-
সে গন্ধ তোমার ঘরে না হোক অন্যের ঘরে বয়।
মেরু হতে বরফ গলে হয় না তা বিলীন
শত কোটি মাইল পাড়ি দেয়-
তবু সে রয়ে যায় নদে, সাগরে, উৎস হয় বৃষ্টির।
এ দেহ অনলে দহিবে, হবে ভষ্ম!
যতটুকু ছাই থাকবে উড়বে তা আকাশে-
জলন্ত অগ্নি শিখা চিরকাল তার ব্যাথা বয়ে বেড়াবে।