পুরুষ মানুষ
নারী তুমিও মানুষ
তুমি তুলনাহীন শক্তি
সকল পুরুষের স্বপ্ন
তোমার হাতেই বন্দী
নারী তুমি শক্তি
তুমিই দিতে পারো মুক্তি
পুরুষের আছে হিংস্রতা
নারী! তুমিই তারে দিয়েছো নম্রতা
নারী তুমি শক্তি
তুমিই যুগান্তর ঐশী
পুরুষতার প্রভাত তুমি
পুরুষতার দিবস তুমি
তুমিই পুরুষের মধ্য রজনী
অন্তহীন সারাবেলা তুমিই তার সঙ্গীনি
তুমি প্রথম উদিত সূর্যের আলোক ছটা
তুমিই পুরুষের মাঝে লুকিয়ে থাকা লাজ-লজ্জা
তুমি আছো! তুমি নারী
তুমিই প্রসারিত সময়ের যাত্রী
নারী! একটি চেতনার নাম
নারী!একটি পুরুষের পৌরষতার দাম
নারী একটি আকাঙ্ক্ষা
নারী! শতটি চাওয়ার পর একটি পাওয়া
তুমি নারী, তুমি সতী
তুমিই জগতের মহারথী
তুমি আছো, তুমি নারী
তুমিই পরাশক্তি
তুমি ভূমধ্য সাগরে জেগে উঠা-
প্রথম বালুকণা
তুমিই আকাশ থেকে নেমে আসা-
প্রথম তাঁরা
তুমি প্রলয়, তুমি সৃষ্টি
তুমি প্রণয়, তুমিই কৃষ্টি
তুমি আছো, তুমি থাকবে
অন্ধকারে আলোর মশাল
তোমার হাতেই জ্বলবে
নারী তুমি শক্তি
এক ফোঁটা বীর্যে
তুমিই গড়ে তুলেছো এই মহাপৃথিবী
নারী তুমি শক্তি
তুমিই দিতে পারো মুক্তি।।