কেবল তোমাকে নিয়ে ভয় হয়
কারণ তুমি নারী
আমার কোনো ভয় নেই
আমি কবি

ইতিহাস সাক্ষি আমি কবি
এখন সকলেই জানেন,আমি কবিতা লিখি
আমি কবি এবং কবি এবং কবি
সুতরাং আমার ভয়ের কোনো কারণ নেই

আমি শাসকদের বিরুদ্ধে লিখি
তবে আমার কোনো ভয় নেই
ভয়টা তোমাকে নিয়ে হয়
কারণ তমি নারী

ভয়টা ধর্ষকেরও নেই
কারণ সে শাসকের পা-চাটা গোলাম
শতটা ধর্ষণ করলেও তার ভয় নেই
ভয়টা তোমাকে নিয়ে হয়,বড্ড বেশিই হয়
কারণ তুমি একজন নারী

এদেশে জন্মেছি আফসোস কিছুটা হয়
তবে সবচেয়ে বড় আফসোস
আমি তোমাকে ভালোবাসি
তবে তোমার নিরাপত্তা দিতে পারি না

ভালো হতো আমি যদি শতরুপী হতাম
কারণ,
এদেশের পথ-ঘাট,দালান-কোঠা, শিক্ষা প্রতিষ্ঠান-
এমনি কি মন্দির-গির্জাতেও তুমি নিরাপদ নও
তুমি নিরাপদ নও নিজের বাড়িতেও

সত্যিই আমি মরে যাবো তোমার চিন্তায়
তোমার ঐ পবিত্র সত্তায় কলঙ্ক কে লাগায়?
আমার কেবল তোমাকে নিয়ে ভয় হয়
কারণ তুমি নারী

কিছু সুধীজন বলছে,এত ভয় কীসের?
এদেশে আইন আছে, আদালত আছে
আপনি সেখানে যান, বিচার চান
তারা দেবে আপনাকে সুরক্ষা

এই সুধীজনকেও আমার ভয় হয়
এরা বুঝি,ঐ আইন-আদালতেরই দালাল
যারা এদেশের আইন-আদালত ধর্ষণ করেছে
রচনা করেছে একটি কলঙ্কিত অধ্যায়

ওগো নারী-ওগো জননী-ওগো প্রিয়তমা
জন্ম হয়েছে তোমাতে,কথা শিখিয়েছো তুমি
ভালোবেসে আমায় কবি করেছো
নির্ভয় এক কবি
ভয়টা হয় কেবলই তোমাকে নিয়ে
কারণ তুমি নারী।।