নামহীন এক আদি হতে অজানায় যাত্রা
এক হিসাবহীন পথ পাড়ি দিয়ে
হঠাৎ একদিন সূর্যের আলো দেখা
ইহাই বুঝি প্রাম্ভর?
তারপর আলো-আধারের সঙ্গী হওয়া
মাঝে মাঝে রংধনুর কাছে ছুটে যাওয়া
কখনো কেদাক্ত শরীর রক্তাক্ত করা
ইহাই বুঝি জীবন?
কষ্টে কষ্টে শিলার ন্যায় ক্ষয়ে যাওয়া
স্বপ্নের মাঝে নিজেকে লুকায়িত করা
অতি আশায় আশার ঘরে নির্বাসন
ইহাই বুঝি জীবন?
কেবল চাওয়া, কেবল পাওয়া
কেবল আশা, কেবল ভালোবাসা
কেবল অপেক্ষা, কেবল ভ্রান্তি
জীবন মানেই কী কেবল প্রাপ্তি?
অপেক্ষায় প্রহর গুণে স্বপ্তপর্ণা
ক্রন্দনে তার দিবারাত্রি যাপন
সে হারিয়েছে তার প্রিয় আপন
জীবন মানেই কি তবে নির্বাসন?
জীবন মানে কি তবে অভিমান?
কাছে এসে দূরে ফেরার
ত্যাগ! জীবনের মানে কি ত্যাগ?
যা পেয়েছি তা ফেলে যাওয়া
যা কিছু হারিয়েছি তা ভুলে যাওয়া
স্মরণ কালের সভায় ক্রন্দনের গীত গাওয়া
একটু হাঁসি মুখে আনন্দ মিছিলে সামিল হওয়া
জীবনের মানে কি তবে ছলনা?
জীবনের মানে বোধ হয় প্রত্যাশা?
কিন্তু সে প্রত্যাশা কার?
কেনো এসেছি ভুবনে
আহা জীবন! আহারে!
জীবন মানে কি তবে লুকোচুরি?
এক অজানায় থেকে আরেক অজানায় পাড়ি
দু'অজানার মাঝে আছে পুরুষ আর নারী
তার মাঝে লুকোচুরি, সুমহান আবিষ্টতার বাড়াবাড়ি।।