সংকটে তারে ডাকি যে দিয়েছে মহানাদ
সৃজন করেছে নূতন কেতন আনিয়াছে অনির্বান
সংকটে তারে স্মরি করি তারে অনুনয়
পুরাতন সে বৃক্ষটি যে আজও রেখেছে অক্ষয়
যুগে যুগে বহু আসিয়াছে হয়েছে কত লুপ্ত
তবু সে বাঁচায়ে রেখেছে পুরাতন সে বৃক্ষ
আজ এ দুর্দিনে সবই যখন স্তব্ধ
কেবলই তাহার পানে পুরাতন সে বৃক্ষ
আজ সকলি নিশ্চুপ নেই গতিজড়তা
হয়তো সে করছে ত্রিলোকের সাম্যতা
অণু কি তনু ইশ্বর সে সবার
তার কানে ডাক গিয়েছে বুঝি পদ্মপাড়ের শেওলার
শত বৎসর পদতলায় ছিল যারা দলিত
তারাও আজ মুচকি হাঁসে সূর্যালোকে রঞ্জিত
ইতরের মুখে বাজে ধ্বনি কি দিন এলো হায়
মানবের ব্যথার তরে তাদের প্রাণও বুঝি যায়
রক্ষণে করছে ভক্ষণ ইশ্বর শুনিছে ডাক
প্রকৃতি কন্যারা আলতা পরেছে ইশ্বর চায় বেঁচে থাক
পুরাতন সে বৃক্ষ গগণভেদী মনে হয়
শেওলা তার ক্ষুদ্র ইশ্বরের তরে নয়
পুরাতন সে বৃক্ষ যুগে যুগে করেছে শত ভুল
কোটি বৎসরের ঐতিহ্য ধূলায় লুটায় ফুল
তব ইশ্বর সে সবার এ সকল সৃষ্টি তার
হয়তো সে করছে এক অচিন রুপান্তর
আমাজন জ্বলেছে পুড়েছে পৃথিবীর ফুসফুস
আজ মানবের পুড়ছে ফুসফুস গলছে বরফ মেরুর
সেদিনও ইশ্বর কেঁদেছে আজও সে ক্রন্দন তার
ইশ্বর সে সবার এ সকল সৃষ্টি তার
অস্ত্রের ঝনঝনানিতে ইশ্বরের ভেঙেছে চির ঘুম
চাহিবা মাত্র সব উপাড়িয়া যাবে হইবে সব নির্ঝুম
তব ইশ্বর সে সবার এ সকল সৃষ্টি তার
হয়তো সে মেনে নিবে এসব হেন আবদার
আরকান হতে আফগান ভেসেছে রক্ত বন্যায়
ইশ্বর আর মানিবে না যুগান্তরের এ হেন অন্যায়
ঐ শোনা দুর্জয় আহবান নব জিন্দেগীর
এবার সময় সাম্যের ইশ্বরে নত কর শির
ইশ্বর সে সবার এ সকল সৃষ্টি তার
অচিরেই ভস্ম করবে এ ক্রান্তির হাহাকার
ইশ্বর সে সবার এ সকল সৃষ্টি তার
জড়ো কন্ঠে গেয়ে উঠো তার জয়জয়কার।