কেবল তোমরাই হাঁটো নি!
আমিও তো হাঁটলাম কিছুটা পথ....
এই চোরাবালি আর বিন্দুজলের পিপাসায়
আমিও তো, তোমাদেরই মতো নিয়েছি শপথ।
কোথায় যেন গেল রয়ে তবু কোন খামতি
বুঝেও বুঝি না কেমন করে চলে এই আশার গোমতি।

তবে এতটুকু বুঝি; আসমানের বুকে নেই নীল!
তা কেবলই আমাদের চোখে,
তবু হাহাকার যেন দৈত্যাকার— এক সমুদ্র শোকে।
আমিও জানি, জানো তুমিও, এখানেই নয় শেষ
সবশেষের শেষেও কিছু রুপ রয়ে যায় অনিঃশেষ।

তোমাকে আলিঙ্গন করে আঁধার কেটে যায়, অরণি!
শিল্পীর বাসনার তুলিতে আঁকা যায় কত পৃথিবী!
জলের যত্মে ফুলের সুবাসে যখন বাগান ছেয়ে যায়
তখন সত্যিই আজ দুঃখ করার সুযোগটা কোথায়?