আমি মানুষ!বিশ্বাস করুন আমি মানুষ
তবে সম্ভবত আমি মানব সমাজে থাকি না
এক অন্য কোথাও,এক অপ্রত্যাশিত নগরীতে
নির্জন কারাগারের চেয়েও সংকীর্ণ প্রকোষ্ঠে
আমি সত্যি বলছি আপনারা বিশ্বাস করুন
আমি মানুষ তবে মানব সমাজে থাকি না
এ এক অন্য জায়গা রংহীন, বৈচিত্র্যহীন
এখানে খোলা আকাশ নেই,প্রেমহীন-ভালোবাসাহীন
আমি মানুষ সদৃশ,তাদের মতো আমার প্রতিরুপ
তবে আমি তাদের মতো ভাবতে পারি না
বলতে পারি না
তারা রক্ত নিয়ে খেলতে ভালোবাসে
আমি রক্তের গন্ধটুকু শুকতে পারি না
মানুষগুলো অন্যরকম-ইচ্ছানুযায়ী চলে
আমি চলতে পারি না
বহুকাল ধরে চাইছি-এ সমাজ ছেড়ে যেতে
যেতে পারি না
ভালোবাসলে ভালোবাসা মরে যায়
বিরহ যাতনা সইতে পারি না
ভয়ংকর মৃত্যুক্ষুধা বইতে আর পারি না
বিভেদের রেখা ভুলে আঁকিবার চিরতরে
বারংবার যাই ছুটে ঐ মানুষকে বক্ষে চেপে
সে রেখা ক্রমশ জটিল থেকে জটিলতর হয়
সত্যিই আমার আর মানুষগুলোর পরিচয় এক নয়।।