আজকে আমার বাঁধ ভেঙ্গেছে
উড়ে যাবো ঐ নীলের মাঝে
ডুবে যাবো অতলের গহীনে
হারিয়ে যাবো অনিকেত প্রান্তরে
আজকে আমার ঘুম ভেঙ্গেছে
পদ্ম ফুটেছে সিত সায়রে
এবার আমি অবলোকিত হবো
কী আছে ধূসর ঐ মঙ্গলে
এবার আমার সময় এসেছে
সে তরঙ্গ কর্ণে শ্রবণে
আমি এবার জানতে চাই
কী আছে সৃষ্টির আদি দর্শনে
আমি এক আবিষ্কারে মত্ত
জানতে চাই কী আছে
মানবিক হৃদয়ে অন্ত
কী আছে তারও অন্তে লুকায়িত
আমি আজ দেখব তাই
কী আছে এই নিখিল অখিলে
আমি আজ করব তাই
যা আছে স্রষ্টার নিত্য চয়নে
আমি আজ মুছে ফেলব
যা আছে লিখা ভাগ্যে
আমি আজ গড়ব তাই
একান্ত খেয়ালী মনের
সকল অনিয়ম গুড়িয়ে ফেলব
কায়েমী প্রসারিত দু'বাহুতে
আজ আমি করব তাই
ধ্বংসবর্তী নব উত্থানে
আজকে আমি খুলে ফেলব
ঐ তালা দেওয়া শিকলের
আজকে আমি জেনে ফিরব
কী আছে নরকের দুয়ারে
আজকে আমি ভেদ ভাঙ্গাবো
প্রথা রচিত বিশ্বাস-অবিশ্বাসের
এবার আমি প্রমাণ করব
কে আছে বসে সৃষ্টির অন্তরালে
সময়কে আজ থামিয়ে দেব
তার ধাবমান যাত্রা কালে
নব সাজে সাজাবো তার
চলার বাকি পথ টাকে
এবার আমি বলতে চাই
কে আমায় আটকাবে?
আমি আজ গাইব ভাই
বিদ্রোহী ভীম কন্ঠে
আমি আজ প্রেমিক হবো
ভালোবাসার উন্মাদনায়
আমি আজ বাঁশি বাজাবো
কিশোরীর হৃদয়ে নিব ঠাই
আমি কেবল ভালোবেসে যাবো
চাওয়া পাওয়া কিছু নয়
আমি এক ছন্নছাড়া, বাঁধনহারা
তাই করি যা মন চায়।।