প্রলয়! বিধ্বংসী প্রলয়কে কি কেউ ভালোবাসে?
তুমিও আমাকে ভালোবাসতে যেয়ো না
দাবানল! দাবানলের কাছে কি কেউ আসতে চায়?
তুমিও আমার কাছে আসতে চেয়ো না

বাতাস! বাতাসকে না ধরে রাখা যায়, না বেঁধে
রুপসী,
তুমিও আমাকে পারবে না আঁখিতে আঁকতে
নয়ন জলে ভাসবে তুমি, ডুববে ভূমধ্য সাগরে
আরক্তিম ঠোঁটে তবু কেন বলছো ভালোবাসো কবিকে?

আমায় যদি ভালোবাসো তবে হতে হবে শূন্য
শূন্যের মাঝে পূণ্যের গান গেয়ে যাব অনন্ত
পুষ্প ফোঁটাব প্রতিক্ষণে নব দিগন্ত করব উন্মোচন
ভালোবাসি, ভালোবাসবো সারাবেলা -সারাক্ষণ

শঙ্খচিল! শঙ্খচিল নদের তটে ছায়া খোঁজে
তুমি কি সেই নদ?
তবে কেনো আশা রেখে বসে আছো?
তোমার হাতে রাখবো আমার উড়াল শপথ

নির্ঝরীনি বয়ে যায় বয়ে যাওয়ার তরে
ভালো কি বাসতে চাও কেবল ভালবাসার তরে?
নাকি কোন চাওয়া? নাকি কোন পাওয়া?  ভ্রান্তি?
অন্তহীন পথে ছুটতে হবে রূপসী,পাবে না কোন শ্রান্তি
আমাকে ভালোবাসতে যেয়ো না, আমি এক ক্রান্তি।