অন্ধ নগরীর বন্দী বাসিনী
তোরা এবার শিকল ভাঙ্গ
মুক্ত জীবনে হানা দেয় যে দল
তাদের তোরা শত্রু বল
সম্মুখে তোর অন্যায় দেখি
চক্ষু দুটি নত করিস
অসময় যে পার হয়েছে
আর কত থাকবি পরাধীন?
কল্যানের নামে অকল্যাণ
করছে জননেতা
ধর্মের দোহাই দিয়ে
চাঁদা তুলছে মোল্লা-পুরুত-ক্ষ্যাপা
খুব দেখেছি খুব বুঝেছি
তোদের ভন্ডামি
এক কে একশ আর একশকে এক বলিস
এজন্য কি পড়ালেখা করেছিলি?
জ্ঞানের জগতে অন্ধকারের মেলা
আলোর মিছিলে শামিল হওয়া
স্যার শিখিয়েছে মানা
বিদ্যামশাই বিদ্যা ব্যাচে
কেবল টাকার খেলা
কুড়নো বই দিয়ে জীবন চলে
পথের ছেলের স্কুলে যাওয়া মানা
এ কেমন নারকী সমাজ ব্যাবস্থা?
খুলে দাও ঐ ধর্মালয়
গাঁ ভিজে যায় নির্গৃহের
এত ধর্মালয় থাকতে
কেন পথে আশ্রয় মানুষের?
ইশ্বরে কেন ভোগ বিলাও
মিষ্টি-লাড়ু, লাড়কি
অনাহারে আছে গত সাত দিন
ইশ্বরের ঐ অনির্বাণ সৃষ্টি
এ তুমি কেমন ঈশ্বর পূজারী?
মানুষের গাঁয়ে করিও না আঘাত
ও আঘাত লাগিবে কাবার গাঁয়
মানুষেরে করিও না অবহেলা
বেদ-বাইবেল-ত্রিপিটক পুড়ে হবে ছাই
সৃষ্টির মাঝে লুকিয়ে আছে স্রষ্টার রহস্য
সৃষ্টির সেবায় প্রাপ্তি তার সাধিন্য
মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডা নয়
আমাদের এ সংসারই এবাদত ক্ষেত্র
মানুষের এ হয়েছে কি?
কি ছিল তাদের অস্তিত্ব!
চারিদিকে রক্ত!এক মানব শত রুপে বিভক্ত
ছলনা-হিংসা-প্রতারনা রন্ধ্রে গেছে মিশে
মানুষ আজ ভুলে গেছে আমরা অনুসারী
নবী মোহাম্মদ, বুদ্ধ,নানক,শিব প্রমুখের
সময়ের যত চাওয়া আছে দাও মিটিয়ে
আবার সবাই এক হও, এক পরিচয়ে।।