কার সে বন ভাবছি আমারি
যদিও গাঁয়ে রবে তার বাড়ী
জানবে না সে থেমেছি ক্ষণকাল
দেখতে তার বন তুষারে ভারী
অশ্বটি ভাবছে একি তুঘলকি
বন আর বরফ হ্রদের মাঝে রাখি
এ সনের ঘোরোতরো সন্ধায়
অনিকেতেই থামবে নাকি
সে জানতে চায় দুলিয়ে বর্মঘটী
যদি আমার হয় কোনো ত্রুটি
এছাড়া আর একটিমাত্র শব্দ ধ্বনি
মৃদু বাতাসে তুষারপালক যায় ছুটি
বনের মনোহর অন্ধকার, গহীনতার, গভীরতার
আছে বাকি মোর কথা রাখার
বহুক্রোশ পর পাবো অবসর ঘুমাবার
বহুক্রোশ পর পাবো অবসর ঘুমাবার
=========================
মূলঃ রবার্ট ফ্রস্ট ( Robert Frost )
মূল শিরোনামঃ Stopping by Woods on a Snowy Evening