গল্পের ছলে
জীবন চলে
সন্ধ্যে হলে
ঝিঁঝিঁ বোলে*

সফেদ বাড়ী সবুজ লন
কুপির লালে রক্ত ক্ষরণ

জীবন চলে
ঢিমে তালে
শিখা জ্বলে
আঁখি ঢলে

সফেদ বাড়ী সবুজ লন
কুপির লালে রক্ত ক্ষরণ

শ্মশান কোলে
হাওয়ার খলে
আগুন জ্বলে
স্তব্ধতার কোলাহলে


(চলবে...)

সফেদ বাড়ী সবুজ লন
______________________________
এটা কবিতা নয়, গল্প। রাইটার্স ব্লক চলছে।
গল্প লিখা হচ্ছে না। তাই এভাবে, ভিন্নভাবে।
আমার ডিজাভূ। আমি দূর দেখি।

পাদটিকাঃ
বোলে* - বোল দেয়। ডাকে।