ক্রান্তীয় গরমে মন যায় মজে
হু হু করে গাছের পাতায় শিস বাজে
আমতলা, জামতলা
লোক থাকে আলবেলা
যখন বাগে বসে চা চক্র থেকে বিলীন হবে
এক বাঁশির সুরে
দূর থেকে দূরে
সল্প সত্য দীর্ঘ সেই কালভ্রমন
স্মৃতির গলিতে মিছিল হবে -
আসতে হবে, আসতে হবে!
ফিরতে হবে, থাকতে হবে!