হায়রে মধুসুদন...
জানো কি তোমার কপতাক্ষ মরিয়া গিয়াছে!
আফসোস মধুসুদন...
জানো মানুষ কেমনে জানি বিদেশে আইসা বইদেশি হইয়া যায়!
সাবাশ মধুসুদন...
যে তুমি বাইচা নাই!
বাইচা থাকিলে কাদম্বিনির মত আবার মরিয়া
প্রমান করিতে হইত তুমি বাইচা ছিলা!
অধিকন্তু মধুসুদন...
তুমিও হয়তো বইদেশি হইয়া যাইতা!
প্রতিজ্ঞা করিতেসি, বাইচা থাকিলে বইদেশি হইব না
বাইচা থাকিলে ফেনী নদী নিয়া সনেট লিখার প্রয়াস পাইবো
সুখ যে ইহা মরে নাই
সতত মনে পড়ে তাই
আমি আজো বইদেশি হই নাই!!!