কে জানে কোথায়
এই পথ বহিয়া যায়
শুধু কি জানে সময়
দিনগুলি কোথা বয়
আর কে জানে হায়
কেমনে জাগে প্রনয়
সে কি মন যারে চায়
না সে শুধু জানে সময়
কে জানে হায়
যদি প্রেম হারায়
তব হ্রিদয় কেন গুঞ্জরিয়া যায়
সে কি ভালোবাসার ধোকায়
কেন সে কেদে ভাসায়
নাকি সব সময়ে হারায়?
আর কে জানে হায়
কখন যে দিন ঘুমায়
যদি নিশি তব হ্রিদ্ মাজারে বয়
পথ্গুলি আবার কোলাহলে একাকার হয়
যেখানে জাগে তব প্রনয়
নাকি সে জানে সময়?
( এই কবিতা আসলে কবিতা না। এটা এনিয়া নামের এক আইরিশ শিল্পির গাওয়া একটি গান কে আমি কবিতায় রুপ দিইয়েছি। গানটির শিরোনাম ' অনলি টাইম' ।)