কী চাও তুমি?
যদি বোহেমিয়ান জীবনেও
একাকীত্ব ভীড় করে
তখন কি করবে?
যদি শহরের সব কোলাহল অগ্রাহ্য করে,
তোমার মাচাঙ্গে ফিরে আসো,
যদি কেউ না থাকে সেখানে?
কার কাছে বলবে আজ কি কি দেখেছো?
তখন কি তোমার বুক ফেটে যাবে?
তুমি কি ফিরে যেতে চাইবে কোলাহলে?
তবে কেনো এত আদিখ্যেতা করলে?
কেনো উত্তর খুঁজতে খুঁজতে প্রশ্নটাই হারিয়ে ফেললে!
একটু ঝিম মেরে বসে থাকবে কি?
একটু পরেই জোছনার ফুল ফুটবে
আসবে শেফালী আর কাকলী
ওরাও তোমারি মতো, গল্পো করবে কি বলো?
পারো তো থাকো
এমন রাত্রি আরো আসবে
শুধু প্রশ্নটা বুক পকেটে রেখে দিও
এটা কোলাহলের চাবি, শত সহস্র জীবন
অপেক্ষায় থাকবে বোহেমিয়ান!
ভুলে যেও না, উত্তর!