জনে জনে কহিয়ো কথা
সবান্ধবে মিলিয়ো যথা তথা
জানিয়া এক জীবন, যাবে সে বহিয়া
হাঁসিয়া শত বেদন, রহিয়ো সহিয়া
ভার বুঝিয়ো, ভারাকান্ত্র বুকে মিলিয়া
কৌতুক করিয়ো, চন্দ্র সূর্য ভারী বলিয়া
হাঁসায়ে লোকের ব্যথা তুলিয়ো সারিয়া
মরিয়া একটিবার অবিরাম রহিয়ো বাঁচিয়া
বৃষ্টি হইলে সোঁদা মাটির গন্ধ নিয়ো
কৃতজ্ঞতায় মনঃপ্রানঃ ভরিয়ো
জলধানে, আগানে বাগানে, পাখির কলতানে
অপার হইয়ো থাকিয়া থাকিয়া, মৃত্তিকার টানে।