সেইদিন আসবে
কবে রে কবে রে??
সাহসের অবতার
বাংলাই হবে রে??
হানাদার কাঁটাতার
সব কর চুরমার
ফাঁস দিয়ে স্বাধিকারে পাবিনাতো সাহারা
বাংলায় ফিরছে ক্ষুদিরাম বোসরা ।।
বন্ধ কর বাজনা তোর
উন্নয়নের বায়না ছোড়
তোর কুরসিরই খাজনা দিতে আমাদের এই দেশ নারে
হাহাকারের ঋন শুধে তুই বাংলার মাটি ছাড় নারে ।।
এই কবিতার ভাষা
স্বাধিকারের আশা
যুগান্তরের তৃষা
পরাধীন শুধু তুই নিরাশা ।।
স্বাধিকারের শোভাযাত্রায়, নবীন প্রবীন গরজে ওঠ
অধিকারের ডালি মেলে, সাজিয়ে নে নতুন পাঠ
এমনিভাবে না হলে আর, বন্ধ কর ওই হাট বাজার
ফ্যাসিবাদের কোমর ভেঙে, দুর করে দে এই অনাচার ।।