যদি ধরে আনতে পারে তারে
তারপরে যদি বাঁধতে পারে
চিত করে শাহাবাগ চত্বরে
মানুষ যে মারে, যার হুকুমে মারে!
তবে মুখে থুতু ছিটিয়ে দেব
আমি গর্তজীবী, রোদ পড়ে আসলে যাবো
একটু থুতু ছিটিয়ে আসবো
অথবা শক্ত বাটা জুতো খুলে মারবো
শক্ত করে পা দিয়ে পেটে চেপে ধরবো
জনগণের টাকায় খাওয়া প্রত্যেকটা ভাত বের করে আনবো
কিন্তু যদি বলো ধরে আনবো
শাহাবাগ চত্বরে চিত করে বাধবো
তবেই আমি যাবো!
আমি গর্তজীবী তাই
মার তোমরা খেয়ে নিয়ো ভাই
প্রয়োজনে জান দিয়ো ভাই
কত কী ঘরবাড়ী সংসার, আমার সময় নাই