ভুলতে পারবো না তোমায়
তুমি কী ভুলতে পারবে আমায়?
আমি জানি না সে কথা
তুমি চলে যাওয়ার যেথা সেথা।

বলবো না কোনো দিন
তোমাকে বড্ড ভালোবাসি,
কষ্টের মাঝেও থাকবে
আমার মুখে হাসি।

তুমি বাঁধবে সুখের ঘর
তুমি হবে অন্যের বর ,
আমি হয়ে যাবো যে পর
বুকের ভিতর বাড়বে ভীষণ ঝড় ।

তুমি থাকবে অন্যের বুকে
আমি থাকতে পারবো না সুখে,
কান্নায় ফেটে পরতে চাইবে এই অবুঝ মন
তোমাকে ভুলে থাকতে পারবো না যে কিছু ক্ষন।

সব কিছু জেনেও ভালোবেসে যাবো আজীবন
আমাদের গল্প রয়ে গেলো যে গোপন,
সব স্বপ্ন ভেঙে হল চুরমার
ভগ্ন স্বপ্ন মধ্য রাতে করে যে তোলপাড়।

আমাদের প্রেম হয়ে গেলো অসমাপ্ত
তোমাকে করে দিয়েছি মুক্ত,
তোমার সাথে আর হবো না যুক্ত
তোমার মনে আমাকে করে দাও বিলুপ্ত।

আর এসো না আমার বাসায়
আমি রয়ে যাবো আজীবন তোমার নেশায়,
তোমার মায়া তে এখনো পড়ে আছি
তোমার স্মৃতি গুলো নিয়ে না হয় একলা বাঁচি।