তুমি এমন করে বদলে গেলে কেন?
দেখো তোমার বদল টা আমাকে বড্ড অসহায় করে তুলেছে 🥹
ভীষণ একা করে দিয়েছে।
তুমি ছেড়ে যাওয়ার পরও আমি যেখানে নিজেকে এখনো বদলাতে পারিনি
জানি তুমি নিজেকে বেশ বদলে নিয়েছো ।
খুব সুখে আছো তুমি নতুন মানুষ পেয়ে🤗

কিন্তু আমায় দেখ 😁
কি ছিলাম আর কি হয়ে গিয়েছি ।

একটা কথা বলি,
জানি উত্তর পাবো না তাও বলছি

তুমি কী ভাবে শান্তিতে ঘুমাতে পারো?
যেখানে সারারাত আমার দুই চোখের পাতা এক হয় না,
শুধু তোমার সাথে কথা হয়নি বলে ।
তুমি তো সব জানো!
তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে, কষ্ট হয়, কান্না পায় ।
তুমি সব জেনেও
কী ভাবে আমাকে ছেড়ে আছ ?