ভাঙা মনের আবেগ গুলো
কে আর শোনে বলো,
যত্নে গড়া ভালোবাসা গুলো
মাটির সাথে হয়েছে এখন ধুলো ।

হেডফোনের সাথে  হয়েছে আড়ি
এক কোনায় থাকে  পড়ে ,
সে এখন জীবন্ত  লাশ
গোলায় পড়েছে তার দড়ি।

কান্না জড়ানো অনুভূতি গুলো
বিক্রি হয় চার দেয়ালের দোকানে ,
না পাওয়া অতৃপ্তি কর কিছু জিনিস
প্রতিনিয়ত বার বার কাছে টানে ।

কে বলেছে আগুন না দিলে কিছুই পড়ে না
কিছু ঝড়ে না , কিছুই হয় না,
জোৎস্না কে অসুন্দর লাগে না
দীর্ঘশ্বাসের ধোঁয়া ওঠে না বাতাসে।

কিছু আবেগ , কিছু অনুভূতি
থাকে মনের গোপনে,
রোজ তারা দেখা দেয়
আধা ঘুম মাখা দগ্ধ হওয়া স্বপ্নে।

ভাঙা মন ভেঙে যায় কিন্তু
এত  সহজে সে ভাঙে না,
মৃত্যু না এসেও
এ জানো মৃত্যুর  মতো যন্ত্রনা।

         পলাশ পত্রিকায় প্রকাশিত