একটা কথা কি জানো,
টাকা টাই হল সব,
এটা তুমি এখন বুঝতে না পারলেও সময় আর পরিস্থিতি তোমাকে বোঝাবে,
মানুষ চেনাবে
তোমার কাছে টাকা আছে মানেই তোমার সম্মান আছে, পাশে থাকার বন্ধু আছে ,
সাহায্য করার বেশ কয়েক টা হাতও আছে।
কিন্তু যার কাছে টাকা নেই তার কাছে কিছু নেই
সে যতই ভালো মানুষ হোক না কেন,
সে সবসময় হাসির পাত্র বা পাত্রী
কারণ তার টাকার অভাব আছে।
তাই তো আমরা মানুষ দেখে না মানুষের টাকে দেখে
বিচার করি সম্মান দেবো,
কি দেবো না
মানুষের টাকা দেখে তাকে উপহার দিই
বড়োলোক মানেই দামি , গরীব মানেই কোন মতে চলে যাওয়ার মতো উপহার ,
আমাদের যতই সামর্থ্য থাকুন না কেন,
আমরা মানুষ কে সাহায্য না বরং যা দিয়েছি তার সমপরিমাণ ফিরে পেতে পারি ।
তাই আমাদের এত রকমের আয়োজন।
আমার ভাবতেও হাসি লাগে
আমাদের মাঝে এত জ্ঞান থাকার মাঝেও
আমরা অজ্ঞানের মতো কাজ করি ।