তুমি আমার জীবনের
প্রথম রাজকুমার,
অন্য কারো হব না গো
থাকবো শুধু তোমার।
তুমি আমার জ্যোৎস্না রাতের
উজ্জ্বল নক্ষত্র তারা,
আমি পারবো নাকো
থাকতে তোমায় ছাড়া ।
তুমি আমার অভিমানী
পাগল এক ছেলে,
তোমার মতো প্রেমিক যেন
সবার কপালে মেলে।
তুমি আমার খোলা মাঠের
শান্তির হাওয়া ,
ভাগ্যে যদি থাকে
তাহলে হবে তোমায় পাওয়া।