হঠাৎ মাঠে পথে চোখ যে গেল
কিশোর বয়সের স্মৃতি ফিরে এল ,
ভারি মিষ্টি ছিল দিন
মনে পড়ে কত দুষ্টুমির সিন ।
সেই যে একদিন ছেলে মেয়ে
ঘুড়ি লাটাই নিয়ে মাঠে এল ধেয়ে,
ওদের দেখে বাতাসও সুখি
তাই ছেলেমেয়েদের মন করলো না দুখি ।
হই হই হি হি কত রকমের চিৎকার
খেলার মাঝে কে আর কে কাহার ,
ভুলেও মনে খাওয়া- দাওয়া আসে না
ঘুড়ির সাথে নিজেদেরও দুটো বেড় হয়েছে পাখনা।
সুতোয় সুতোয় প্যাঁচ
লেগে কেটে যায় কত ঘুড়ি ,
বিন্দি কে ডাক দেয় ওর মা
বেলা যে নাই ফিরে আই এখুনি বুড়ি।
কিছু জন হাসি মুখ, কিছু জন কান্নায়
কিছু জন গম্ভীর কর্কশ বন্যায় ,
বাড়ি গিয়ে ছাড় নেই বকুনি আর মার
কে নেবে তাদের হৃদয় ব্যাথার ভার ।
সব কিছু পর পড়াশোনার বই এ দিতে হয় ডুব
বয়স তো বেড়েই চলে নিশ্চুপ,
স্মৃতি গুলো বই এর মলাটের মাঝে থাকে ঢাকা
কখনো কখনো অজান্তেই উল্টে ফেলি সেই সব পাতা।