হারিয়ে গিয়েছি সবুজের মাঝে
চারিদিকে সবুজে সবুজ,
ছেলের দল গরুগুলো ছেড়ে দেয়  সবুজ মাঠে
ছেড়ে দিয়ে নিজেরা এখন খেলতে ব্যস্ত ,
তারা সেখানে আমার আমি কে খুঁজে পাই বাঁধন ছাড়া ।
গাল ভরা  হাসি , চিৎকার,মারামারি,আনন্দ
আর অকথ্য ভাষায় গালাগালি ।
নেই শাসন নেই বারণ আছে ক্ষণিকের মক্তি।
কিছু কিছু ছেলে শান্তি পাই পুকুরের ধারে ছিপ
নিয়ে ,
অপেক্ষার পর অপেক্ষা করা মাছের আশাই ।
মাছ পেলে আনন্দে লাফিয়ে উঠে
পাই পেলে হতাশা ।
সবুজ মাঠ, সবুজ ঘাট ,সোনালী ধান খেত,
পশ্চিম দিকে সিঁদুর রাঙা মেঘের বরণ ,
পশু, পাখির কলরব,
ফুল,ফল ,গাছ, পাতার মনোমুগ্ধকর সুভাষ।
আ হা , এ তো জানো কোন গ্ৰাম না
মনে হয় মায়াভরা স্বর্গ।
আপন মনে একলা টি হয়ে বেরিয়ে পড়া যায়
ছোট বড়ো  কাঁচা পাঁকা মাটির ছেড়ে দূর সবুজের মাঝে
যেখানে শুধু সবুজে সবুজ ‌।