আকাশ বাতাস উড়িয়ে দিয়ে
লিখছি আমি তোমায় ,
কলম আমার হারিয়ে গেলে
থমকে দেবো সময়।
চোখের কোণে কালি
আরো যাক বেড়ে,
আমার প্রতিটি কবিতা তে
থাকবে তুমি ছেয়ে।
মাটির সাথে মিশবো নাকো
যন্ত্রনাদায়ক কথায় ,
হৃদয় মাঝে আগলে রাখবো
আমি শুধু তোমায়।