আজ তোমার সাথে শেষ দেখা করা ,
লাল গোলাপ টা বাদ দিয়ে আজ নিয়ে এসেছি হলুদ গোলাপ  ।

প্রেমিকা হিসাবে নিজেকে মুছে দিয়ে হাত বাড়িয়েছি বন্ধুত্বের।

জানি তুমি যে হাতটি একবার ধরেছো,
সেইহাত কখনো তুমি ছাড়বে না ।

আজ তোমার মুখে সেই উজ্জ্বল হাসিটা নেই ,
শুধু রয়েছে ছলছলে দুটি চোখ
আর ঠোঁটের কোনে শুষ্ক একটা হাসি ।

তুমি কিন্তু  প্রতিবারে মতো আমার জন্য এনেছো লালগোলাপ,
  কারণ আমাদের দেখা না করার মাস যত বাড়ে ,
ততই তোমার গোলাপের সংখ্যা বাড়ে ।

তুমি আমায় লাল গোলাপ দেওয়ার সাথে সাথেই আমিও তোমায় হলুদ গোলাপ দিলাম ।

একদিকে বিদায়ের ঘনঘটা অন্যদিকে এক সত্যিকারে বন্ধুত্বের আগমন ।

সত্যি বলতে আমি তোমার প্রেমিকা হয়ে বাঁচতে চেয়েছিলাম , কিন্তু পরিস্থিতি হতে দেয়


আমরা ফোনের মধ্যে তিন বছর সংসার করেছি,
শুনেই হাসি পাচ্ছে তাই না।

আমরা সব প্রেমিকা প্রেমিকরা ফোনের মধ্যে সংসার করি,
কিন্তু কারো সেই সংসার টিকে যায় সারাজীবনের জন্য, কারো ভেসে যায় নদীর স্রোতে  ।