হঠাৎ তোমার সাথে দেখা
তখন ধরেছিলাম নাতীর হাত ,
তুমি তখন দাঁড়িয়ে চিন্তিত মনে
কারো অপেক্ষার ক্ষণে।
চুলে পাক ধরেছে কত
ঠিক আমারই মতো ,
কপালে টেউ খেলানো ভাঁজ
স্পষ্ট এখন বুড়ি হওয়ার ছাপ।
নাতনী ছুটে এলো কাছে
তোমায় জড়িয়ে ধরে নাচে।
ঠিক তখনি আমার দিকে
গেল তোমার চোখ ,
আমার মতোই তোমার
কেঁপে উঠল হয়তো বুক।
আমি গেলাম তোমার কাছে
বলে উঠলাম কেমন আছো বলো ,
তুমি মৃদু হেসে বললে
রয়েছি বেশ ভালো।
কত কথা বললে চোখের জল ঢেকে
অভিনয় করতে পারো বাস্তব রূপ মেখে।
আমি বললাম রাগিণী চল
বাঁধি সুখের ঘর,
তুমি বললে সমাজ যে
মানবে না গো করে দেবে পর ।
আমি বললাম সমাজের কুট
কথায় মারো লাথি ,
অসম্পূর্ণ প্রেমে নতুন
করে এবার জ্বালাও বাতি।