পাগল এক প্রেমিক আমি
দিয়েছি তোমায় মন,
মনের বদলে মন দিলে না
তাও তুমি আমার প্রিয়জন।
সারা রাত জেগে
ভাবি তোমার কথা,
তুমি হায় আমার প্রেমে
সারা না দিয়ে মনে
দিচ্ছ প্রচন্ড ব্যথা।
তোমায় আমি ভালোবাসি
বোঝাব কি করে মুখে,
আমার প্রেমে ধরা দাও প্রিয়া
তোমায় রাখবো অনন্ত সুখে।
আমার মনে এঁকে যাবো
তোমার শুধু ছবি ,
তোমার জন্য হতে পারি
প্রেমের ভাটার কবি।