পরের জন্ম বলে যদি কিছু হয়,
তাহলে এই জন্মে সব কিছু শয়।
এই জন্মের চাওয়া-পাওয়া টা
পরের জন্মে মিটিয়ে নেবো,
এই জন্মে অন্যের হও
পরের জন্মে অন্য কারো নও।
পরের জন্মে বকুল বনে
আসবে তুমি ব্যাকুল হয়ে ,
তোমার হাতে থাকবে নুপুর
নিজের হাতে পড়িয়ে দেবে আমার পায়ে।
পরের জন্মে শুধু আমার হয়ে ফিরো,
এই জন্মে মনে মধ্যে থেকে যাক
তোমাকে না পাওয়া বিরহ।
এই জন্মের ভালোবাসা
ডায়রি মধ্যে রাখবো বন্ধ,
কবিতা মধ্যে তোমাকে ছড়িয়ে দেবো
আকাশ-বাতাস পাবে তার গন্ধ।
কৃষ্ণ যেমন রাধাকে
হারিয়ে পেয়েছিল চরম কষ্ট,
সেই ইতিহাস টা আমাদের জীবনের
সত্যি হয়ে গেল স্পষ্ট।