থর থর করে কাঁপছিল তাহার দেহ
অবশেষে ধরিলাম তারে,
তৎক্ষণাৎ হাতে বসালো কাঁমড়
তবু দিয়নি তাহারে ছাড়ে ,
বেশকয়েক দিন হইল পার
সাড়িয়া উঠিয়া ছিল পাখি ,
সারাদিন ঘুরি বেড়াত
অবুঝ তাহার দুটি আঁখি।
আমারে ভালোবেসে ছিল
হয়ত গোপনে।
তাহারে আমি রাখিনি খাঁচায় পুড়ে
সে যে এক ভবঘুরে ,
আমার ছায়া হয়ে পাশে পাশে থাকি
আমারে ছেড়ে যাবে না বহু দূরে।
একদিন তাহার আসিল মালিক
ছিনিয়া নিয়ে গেল তাকে ,
হাজার ডাকে দিয়নি সাড়া
কেঁদেছি জড়িয়ে ধরে মাকে।