এই জন্মের কিছু পাই বা না পাই
এই জন্মে শুধু তোমাকে চাই,
তোমার কন্ঠস্বর আমাকে ব্যাকুল করে
কাছে ডাকে আকুল হয়ে।
তোমায় একবার স্পর্শ করার ইচ্ছা বেশি
কিন্তু তুমি এক ভিনদেশী,
তোমাকে জড়িয়ে ধরার জন্য বারিয়ে দিয় হাত
কিন্তু তুমি থাকো না আমার কাছ।
জীবন টা ছিল বড্ড বে রঙিন
তুমি এসে করেছো রঙিন ,
তোমার দুষ্ট মিষ্টি কথার ছলে
আমার যে মন ভোলে।
তোমার সাথে হবে দেখা
সেই আশা তে রাত জাগা,
নির্ঘুম রাত্রি
তোমার প্রেমের আমি ছাত্রী।
অভিনয় আসে না
মিথ্যা গুলো ভাসে না,
তোমায় করি জ্বালাতন
কখনো করো না জেনো পলায়ন।
একটু বেশি করি পাগলামি
তুমি ছাড়া আমি বেনামী।