(যখন প্রতিবাদের ঝড় উঠেছিল তখন কার লেখা)
এই যে চারি দিকে জ্বলছে আগুন,
জ্বলছে প্রতিবাদ শহর জুড়ে ।
মনে হয় এখুনি
মেয়েদের নিরাপত্তা স্বাধীনতা
হাতের সামনে দেবে মুড়ে।
মিছিল হবে, রাতের ঘুম কেড়ে নেবে
এই মাস দুয়েক জুড়ে,
তারপর সব ঘুমিয়ে যাবে চোখটা বুজে ,
কে দোষী, কোনটা সত্য বা মিথ্যা
সবই পড়বে ঢাকা টাকার জোড়ে।
দোষী মানুষেরা বুক ফুলিয়ে
ঘুরে বেড়াবে ভালো মানুষের মুখোশ পড়ে,
মদের আসর জমাবে তাদের জয়ে ।
ছিঁড়ে খাওয়া শরীর টাকে দেখে
সব নাড়ী ও মেয়েদের মন ভয়ে আতংকে উঠে ,
এই বুঝি কে আসল তেড়ে জীবন টাকে ছিন্ন করে
বেঁচে থেকেও যাচ্ছে মরে।
এই তো কয়েক দিন আগে বলছিল নাকি
মেয়েরা এগিয়ে যাচ্ছে ছেলেদের পাল্লা দিয়ে,
এখন মনে হয় মেয়েরা সেই পড়ে আছে
পুরোনো যুগের বন্ধ ঘরে ।
শরীর ছোঁয়ার
সুযোগ পেলে হীন অমানুষ খাবল মারে ,
দেশ শুধু স্বাধীন হলো মুখের জোড়ে
মেয়েদের স্বাধীনতা নেই এই স্বাধীন ঘরে ।