শরৎ শেষে হেমন্ত এল
পাকা ধানের ঘ্রাণে,
নবান্নের উৎসব জাগে
আনন্দের এই প্রানে।
ধানের গোলা কে পূর্ণতা দিল
সোনা রাঙা ধান,
কৃষকরা মাঠে থাকে ব্যস্ত
এই সারা অগ্ৰাহায়ণ।
উঠান জুড়ে ভরে ওঠে
আল্পনার ধারা,
এস মা অন্নপূর্ণা
নবান্ন হবে না তোমায় ছাড়া।
এই নবান্নের দিন গুলো
বন্ধ থাকে সকলের কাজ,
সারা গ্ৰাম সেজে ওঠে
নয়ন ও মন ভরা সাজ।
আনন্দের স্বাদ নিতে
আসে আত্মীয় গণ,
তাই দেখে সকলের
নেচে ওঠে মন।
নতুন ধানের চালে
নবান্নের হয় আয়োজন,
গ্ৰামের মানুষ পর নয়
সকালে যে আপন আপন।