মধ্যরাতে আকাশ পানে
তাকিয়ে থাকি আমি,
তারাদের মাঝে চন্দ্র
খুব যে আমার কাছে দামি।
আকাশের দিকে তাকিয়ে থাকলে
ব্যাথা যায় সরে,
বিচলিত মন কে করে দেয় শান্ত
দূর হয়ে যায় ক্লান্ত।
মধ্যরাতেও চোখে নেই ঘুম,
তাই মধ্যরাত্রিতে আমার কবিতা
লেখার এত ধুম।
আমার কবিতা গুলো সব অর্থহীন
তবু কবিতার মাঝে হতে চাই বিলীন,
আমি পড়েছি কবিতার নেশায়
দুঃখ-কষ্ট গুলো কবিতাতেই মেশায়।
সুখ- দুঃখের মুহূর্ত গুলো
ডায়রি মধ্য করতে চাই বন্দি,
তাই মধ্যরাতে কবিতার
সাথে করেছি সন্ধি।
চারিদিকে আছে এখন নিস্তব্ধ
আমার কবিতা লেখা হয়েছে অর্ধ।
আমি একলাই আছি বেশ,
মধ্য রাতে কবিতা করতে চাই শেষ।