মধ্য রাতে ঘুম ভেঙেছে হঠাৎ
সে স্বপ্নে এসেছিল আবার,
তাই চোখের জল করছে টলবল
এবার নদীর স্রোতে বয়ে দেবে নদীর জল।
ঝাপসা স্মৃতি আবার হয়েছে স্পষ্ট
বাড়ছে যে মনে ভিতর প্রচন্ড কষ্ট ,
তিল তিল করে জীবন কে করছি নষ্ট
তবুও সে আমার জীবনে শ্রেষ্ঠ।
ফোনের স্কিনে দেখি তার ছবি
সে ছিল আমার একমাত্র কবি।
আমাকে নিয়ে লিখেছিলে
কয়েক কবিতা খানি ,
সে বলেছিলে আমি তোমার
জ্বলন্ত নাগমণি ।
আমিও লিখেছিলাম
তাকে নিয়ে কবিতা ।
কবিতা শুনে হেসে বলেছিলে
আমি নাকি এক ছন্দ হীন লেখিকা।
হঠাৎ করে মন ভেঙে চলে গেল
বিরহের আগুনে ফেলে ,
আমি জানি সে অন্যের জীবনে
দিয়ছো পাখা মেলে।
একবার এসো ভুল করে এই পথে
সেই দিন না হয় একদিনের জন্য ,
আমার হাত ধরে থেকো আমার সাথে।
মধ্যে রাতে কান্না করি
আমি এক দুঃখি পরি,
মনে ঘরে শোকের বাসা
ফিরে পাওয়া আছে এখনো আশা।