স্যার, ম্যামদের সাথে
গিয়েছিলাম মায়াপুর ,
মনে বেজে ছিল
আনন্দের সুর ।
স্যার, ম্যামরা কাছে টেনে
নিয়েছিল বন্ধুর মতো ,
দাদা - দিদিদের
চিনলাম যে কত।
বন্ধু বান্ধবীদের সাথে
কতশত গল্প,
খাওয়া- দাওয়া নাচ গান
ছিল না অল্প স্বল্প।
ছবি তুলার ছিল না কোনো কুল,
ছবি তুলে তুলে করেছিল সব
গ্যালারি ফুল।
সারাদিন ঘুরাঘুরি
হয়নি তবু ক্লান্ত ,
আসছে বছর আবার হবে
মনকে করি শান্ত।
স্মৃতি পাতায় বন্ধ হল
মায়াপুরের ভ্রমণ,
অপেক্ষায় থাকলাম
এই রকম দিনের আবার হক আগমন।