কন্যারে তুই কান্না করিস নে
পিছন ফিরে তাকাস নে,
তার কথা আর ভাবিস নে
তাকে আর মনে রাখিস নে।
স্মৃতি গুলো গোপনে রাখ
ভালো থাকার ছবি আঁক।
এই পৃথিবীতে সবাই আসবে-যাবে
কিছু দিন সুখের ভালোবাসাতে ভরিয়ে দেবে,
চোখের জল উপহার দেবে
বৃষ্টি হয়ে তা ঝড়বে।
কন্যারে তুই আজ মন মরা
তোর জীবন দুঃখে ভরা,
তুই তো নেই আগের কন্যা
তুই এখন শোকের বন্যা।
নিজে কে কর শক্ত
আনন্দে থাক মত্ত,
সব কিছু পিছনে ফেলে
জীবন কে দে মেলে।
হাসির সাগরে নিজে কে কর উন্মুক্ত
খুশি ভাগ নিতে অনেকে হবে যুক্ত,
কন্যারে একলা এসেছি, একলা যাবি
তবে অপর মানুষ কে নিয়ে কেনো ভাববি?
কন্যারে নিজেকে নতুন ভাবে গড়,
তোর জীবনে আবার আসবে
নতুন কোনো নাগর ।
তোর থাকবে সুখের সংসার
ভালোবাসায় বাঁধবি কুঁড়ে ঘর,
কন্যারে আর ফেলিস নে চোখের জল
তোর জীবন ও একদিন হবে সচ্ছল।
মনে পাবি বল
সুখের সমুদ্র করবি টলমল,
আসবে তোর সুখ
খুব তাড়াতাড়ি দেখবি সুখের মুখ।