আমি জানি সেও আমায় প্রচন্ড ভাবে ভালোবাসে।
গাছের শিকড় যেমন মাটি কাঁমড়ে বাঁচতে চেয়েছিল
ঠিক তেমনি সেও আমাকে নিয়ে বাঁচতে চেয়েছিল।
আমি যেমন প্রতিটি দিন -রাত গ্ৰীষ্মের দুপুরের রৌদ্রের মতো দগ্ধ হচ্ছি তেমনি সেও হচ্ছে ।
জীবনের মোড় ঘুরে
কিন্তু পূরাতন গন্ধ ,স্বাদ ভুলার নয়
না পাওয়া তে পাওয়ার ভাবনা আসা মনে,
ভুলে যাওয়া নয়, ভুলে যাওয়া নয়
মনে রাখে
যত্ন করে দুটি হৃদয়ের একটি আত্মা।
সেখানেই দুটি মানুষের যন্ত্রনার মাঝেও পূর্ণতা।
কিছু ভালোবাসাতে বিচ্ছেদ আসে কিন্তু সেটা দুটো মানুষের,
ভালোবাসা টা অপ্রকাশিত থাকলেও হুট করে কখনো যদি কথা হয় তাহলে বলে ফেলে তারা
তোমাকে প্রচন্ড ভালোবাসি ।
জীবনে কেউ না কেউ আসবে,
যদি কেউ আসে যেন ঠিক তোমার মতো একজন আসে।
কে বলেছে বিচ্ছেদ মানেই প্রাক্তন?
না।
বিচ্ছেদ মানেই আবার তীব্র ভাবে প্রেমে পড়া ভালোবাসা বন্ধন শক্ত হওয়া।
তীব্র ভাবে স্মৃতি গুলো কে আঁকড়ে ধরা ।
একবার চোখের দেখা বা অমূল্য কন্ঠ টা শুনলেই
অশান্ত মন শান্তি খুঁজে পাই।
কিছু ভালোবাসার নাম প্রাক্তন নয় জীবন্ত ।