যদি না থাকো
তাহলে রাখবো না ধরে,
দেবো যে হাত ছেড়ে
যতই দুঃখ আসুক বেড়ে।
ভালোবাসি বলবো না
কাছে তে টানব না ,
জোর আর খাটাবো না
তুমি হয়ে যাবে কল্পনা।
চোখে তে রাখবো না চোখ
যদি পড়ে যায় চোখ,
তাহলে বাড়বে প্রচন্ড শোক
তাই ফেলবো তোমার দিকে পলক।
তোমাকে করে দিয়েছি মুক্ত
তোমার জীবন থেকে আমি হয়ে গিয়েছি বিলুপ্ত,
কিন্তু তুমি আমার কাছে
সারা জীবন থেকে যাবে গুপ্ত।
আর তোমাকে জাগতে হবে না রাত
আর বাড়িও না অভিনয়ের স্বাদ,
অন্যকে নিয়ে থাকো পরিতৃপ্ত
আমি দুঃখ পেতেই অভ্যস্ত।
যতই করো অবহেলা
তুমি আমার সাথে করেছিলে কত লিলা,
কেউ যদি না থাকে তোমার পাশে
আমি ঢাল হয়ে থেকে যাবো শেষ নিঃশ্বাসে।