এসেছে জ্যোৎস্নার রাত
চারিদিকে আলোতে আলো,
মনেতে আনন্দের হাওয়া
তোমায় দেখতে লাগছে ভালো।
এ তো রাত নয়
মনে হয় এ যেন দিন,
যদি ঘুমিয়ে পড়ি
তাহলে এ রাত হবে যে বে রঙিন।
এই নক্ষত্র তারার মাঝে
চাঁদের প্রতি বাড়ে আকর্ষণ,
চাঁদকে দেখতে
ভালো লাগে ভীষণ।
সব কিছু ভুলিয়ে দেয় এই জ্যোৎস্নার রাত
শিশিরের শব্দের মত ,
শুনতে পাওয়া যায়
বিরহের আর্তনাদ।