অনেক হল কান্নাকাটি
অনেক গড়িয়ে পড়ল জল,
ভাঙাগড়া জীবনে তে ভেঙে পড়লে
হারিয়ে যাবে তল।
আবার আমায় উঠতে হবে
চোখের জল মুছে,
নতুন ভাবে গড়তে হবে
আমার আমি কে ভালোবেসে।
পর্ণমোচি গাছের মত
শক্ত করে আঁকড়ে ধরতে হবে মাটি,
তাহলেই বাঁচবে জীবন
হবো নতুন ভাবে পরিপাটি।
প্রেমের খেলায় মাতব না আর
যতই দরজায় নাড়ুক কড়া,
ধরা-ছাড়া খেলায় আমি
আর দেব না ধরা।
নিজের আমি যত্ন নিয়নি
হবে অনেক কাল,
এবার থেকে নিজেকে বাসবো ভালো
আনন্দে সকাল বা বিকাল।