শুধু ভালোবাসি বলে ,
সব ভুল ভুলে গিয়ে বার বার ছুটে যায় ,
আর তুমি বার বার বুঝিয়ে দাও
তুমি আমাকে ভালোবাসো না।

হয়তো কখনো ভালো লেগেছিল
তাই বোধহয়
মনের কোণে এক ফোঁটা জায়গা ছিল।
ভালোবাসা টিকে থাকে আর বেঁচে থাকে
সকালের তাজা ফুলের মতো।
কিন্তু ভালো লাগা ক্ষণস্থায়ী,
তাই আমার এতো দুর্গতি।