পারু যখন দেবা কে চেয়েছিল তখন দেবা পারুকে চাইনি কিন্তু পারুর যখন বিয়ে ঠিক হল, চলে যেতে চাইলো মানে একপ্রকার চলে যেতে বাধ্য হল ।
তখন দেবা পারু কে চেয়েছিল আর বুঝতে পেরেছিল সে পারু কে ছাড়া বাঁচবে না।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে একটা লাইন আছে _"ঠিক সময়ে - ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে - বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে"  রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের নায়ক যেমন অসময়ে অস্থির হয়েছিল সুরবালার  জন্য ঠিক ওই অবস্থা হয়েছে দেবার ।