মন টা আছে বেশ উদাসী
ডাইরি খুলি মধ্যে নীশি,
ডাইরি টি কথা বলে
চোখ রাঙ্গিয়ে আগুনের মতো জ্বলে।

বলল আমায় তেরেমেড়ে
তোর দুঃখ গুলো তোকে কবে যাবে ছেড়ে,
আমি আর পাড়ি না সইতে
কষ্ট গুলো কে দিতে হয় বাধ্য
হয়ে নদীর মতো বয়তে।

ডাইরি লেখারা  করে যুদ্ধ,
আর থাকতে চাই না কারারুদ্ধ।

আমার বুকে গাঁথা দুঃখের সাগর ,
হারিয়ে গিয়েছে আমার প্রাণের নাগর।