সময়ের সাথে সাথে আমাদের বন্ধু মহলেরও পরিবর্তন হয়,
যাদের ছাড়া একদম চলতো না
তাদের ছাড়াই আমাদের দিব্যি চলে যায় ।
যাদের কে ছেড়ে যাওয়ার আগে মুহূর্তে কথা দিয়েছিলাম সকলে
কেউ কেউকে ভুলে যাবো না , যোগাযোগ রাখবো
কিন্তু ভুলে না গেলেও এখন আর তাদের সাথে যোগাযোগ নেই।
যাদের সামনে বকবক করতে করতে থাকতাম সবসময়।
মাঝে মাঝে হুট করে গোলা জড়িয়ে ধরতাম
এখন হঠাৎ দেখা হলে কথা বলার ঝড় ওঠে না,
ভালো আছি কিংবা ভালো আছিস
দুই একটা কথা বলার পর আর শব্দ খুঁজে পাই না ।
সময় আমাদের দারুন ভাবে পরিবর্তন করে দেয়।
আর আমরাও পরিবর্তন হয়ে যায়।
নতুন নতুন বন্ধুরা যখন পুরাতন হয়ে আবার ফিরে চলে যায়।
অনেক দিন ধরে কষ্ট হয় তাদের জন্য
তাদের সাথে সময় কাটানো ছবিগুলো দেখি
আনন্দ ও কষ্ট দুটোই উপভোগ করি ।
আমরা এখন বড়ো হচ্ছি
তাই বড্ড ব্যস্ত নিজেকে নিয়ে কে ,
তাই আর কষ্ট হয় না বেশি ।
যখন ভাবি তখন বলি _' ইস কি দিনটাই না ছিল তখন'
আর ঠোঁট কোণে হাসির ঝলকানি।
তারপর আবার নতুন বন্ধুদের আগমন হয়
পুরনো বন্ধু গণ স্মৃতিতে বন্ধ।
অচেনা থেকে চেনা তারপর আবার বিচ্ছেদ।
এই ভাবে বদল ঘটছে বন্ধুমহলের